বঙ্গ #BJP আজ থেকে “#নারেন্দ্র_কাপ” নামে বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
এই প্রতিযোগিতা মূলত বিভিন্ন মণ্ডল কমিটির দলগুলোর মধ্যে হবে। #ফুটবল_টুর্নামেন্ট #বঙ্গরাজনীতি
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী #নরেন্দ্র_মোদী’র জন্মদিন উপলক্ষে এই আয়োজনকে বিশেষ তাৎপর্য দেওয়া হয়েছে।
দলীয় নেতৃত্বের মতে, এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া উৎসাহই নয়, কর্মীদের মধ্যে ঐক্য ও সংগঠনিক শক্তি বাড়ানোরও প্রচেষ্টা। #নারেন্দ্র_কাপ #রাজনৈতিক_আয়োজন